আবছা আলোর ঘোর
তুই ভয় পাস না ?
আমি পুরুষ !
তোকে কিন্তু কখনোই বলবো না একটু সরে বস, বরং
হুট করে জিজ্ঞেস করতে পারি,
তোর গায়ে এত কড়া ঘ্রাণ কিসের ?
আচ্ছা বাদ দে ওসব ! তুই বরং গ্লাসে আরও একটু ঢাল,
বাদামের গায় ভিনেগার, পেঁয়াজ; মরিচের ঝাল !
তুই এত নির্বিকার থাকিস কেন?
এখন চোখের ভিতর হয়ে যদি তোকে মস্তিষ্কে নিয়ে যাই !
যদি বেফাঁস কিছু বলে ফেলি, অশ্লীল !
যদি ঘুমুর ছুঁড়ে বলি “নাচ, চুমকি নাচ !”
হা হা হা যদি আরও বলি,
তোর তরতর করে কাঁপা শরীর চাই !
চনমনে, একটু দ্বিধা – একটু তৃষ্ণা
অর্ধেক প্রেম – অর্ধেক ছলনা
কড়া খুবই কড়া !!! হা হা হা...
আচ্ছা বাদ দে ওসব ! তুই বরং আরও একটু বরফকুচি ঢাল,
বাদামের গায় ভিনেগার, পেঁয়াজ; মরিচের ঝাল।
কি যেন বলছিলাম... ও... বিড়িটা দে,
একটা সুখটান, একটা চুমো, একটা নিশপিশে হাত,
একটা আঁচড়, একটা, একটা... ধ্যাত মনে পড়ছে না।
তুই হাসছিস !!
হা হা হা... ওভাবে ভাবিস না !
আমি পুরুষ !
নারীকে মোম ভেবে আগুন জ্বালানো আমার স্বভাব !
আচ্ছা বাদ দে ওসব ! তুই বরং গ্লাসে আরও একটু ঢাল,
বাদামের গায় ভিনেগার, পেঁয়াজ; মরিচের ঝাল।
-সিপাহী রেজা
০৫ এপ্রিল ২০১২, মধ্যরাতের, ঢাকা।
চেনা শরীর অচেনা ভূমিকা
একটা মাংসাশী
শরীর;
তার সমস্ত
অলিগলি ঘুরে কতটুকু আর ভিতরে যাওয়া যায়,
কতটুকুইবা চেনা
যায়, বুঝা যায়। ‘আমি’ তখনি তৃপ্ত
হবে যখন-
তোমার মস্তিস্ক
নামক মনের করিডোরে দাঁড়িয়ে ভিতর হতে বাহির দেখবে।
তোমার ঠোটের
স্পর্শে একটা শরীর জেগে উঠে মুহূর্তের ব্যবধানে
একটা পরিণত ঢেউ
ফুলে ফেঁপে সমুদ্র সমান, তাতে কি-
মন নামক
সত্ত্বায় এখনো তো ভাটার টানে, বিস্তর বালুকা বেলা।
কামনায় পোড়া
নিরেট চোখ চম্বুকের মত টেনে নেয় মেদের শরীর-
আঁচড়ের দাগে
লিখে রাখে প্রেম! কিন্তু কেন ?
চাওয়া-পাওয়া,
তুমি-আমি, ভালোবাসা, প্রণয়ের রুপ এমন হোক-
দৃষ্টির গভীরে নিয়ে
যাক দৃষ্টির পিয়াস, যেখানে--সিপাহী রেজা
স্পার্ক্ !
একটা অসহ্য দিন,
আরও আছে চ্যাটের বালের অস্থিরতা! কোথাও কিচ্ছু নেই!
যারা আসে, বুঝায় নানাবিধ ধুনফুন –
তাদের স্রেফ ভরে দিতে ইচ্ছে করে
একদম চুপ! রাস্তায় প্রচণ্ড জ্যাম! বাইরে বৃষ্টি!
ভিতরে দগদগে ঘা! পাঁচিলে গজায় সম্ভাবনার নতুন নতুন বাল!
অথচ গাড়ি দাঁড়িয়ে থাকে ঠিক আগের জায়গায়।
এতদিনের দেখা ভরপুর যৌবনের শহর
হঠাৎই যদি বলে বসে -
আজ দিতে পারবো না, চলছে মাসিকের
দ্বিতীয় দিন!
যদি ঢেকে দেয় জরায়ু ; গুঁজে রাখে
ন্যাপকিন!
তবে পরিনত এই টাটানো অসুখ, মৌলিক সুখ কীসে
মিটাই ?
মাথার মধ্যে সাউয়ার সেই উরকি – ধুরকি পেইন...
ইশ একটুর জন্য, স্রেফ একটুর জন্য ছুটে গেল লাস্ট
ট্রেন!
কোন এক শালা হয়তো বলেছিল - বাঁচো নয়ত মরো!
উফফ কী অসহ্য! কী নির্মম!
বুকের মধ্যে শুধু ঘাই মেরে যায়; চুথিয়ার মত হাঁসি
হেসেই যায়,
বলেই যায় – আজই বুঝি মরে যাওয়ার দিন,
হেরে যাওয়ার দিন!
-সিপাহী রেজা
১৮ জুলাই২০১২, পলাশী, ঢাকা।ব্যক্তিগত সুখ-দুঃখ
-----------------------------------------------------------------------------------------------
চিৎকার করে কবে যেন বলেছিল ওরা -শান্তি, মাগো শান্তি
তারপর কবুতর তার দানা শেষে উড়ে গেছে
অন্ধকার ডানা মেলে শহুরে কাক, ঠিক যেন কথা রাখে !
চোখের সামনে বুড়ো হয় বাবা, মা; দাদা-দাদীর মরা চোখ!
জোয়ান শরীর, জোয়ান শহর
চারদিকে আশ্বাস, আহা বিশ্বাস -কথা রাখে !
বেরিয়ে যে যাই আসলে কোথায় যাই ?
দরজার বাইরে সেটেলমেন্ট, দরজার ভেতরে সেটেলমেন্ট
বিষধর ফণা তোলা
সেটেলমেন্ট !
লাগ ভেলকি লাগ, চোখে
মুখে লাগ...
দেহের লোভ মনে কাছে এসে হেরে যায় বহুবার।
হাসি বলতে যেটা দেখে না দেখার ভান, শুনে না শোনার ভান
সেটাও তো গলার কাছে এসে মরে যায়, পচে গন্ধ ছড়ায়।
তারচে মুখ বুজে থাকাই ভালো।
চলছে চলুক মন্দ কি, অন্নকে গিলে ফেলুক অন্ন !
শুক্কুরে শুক্কুরে হোল আষ্ট দিন !
আমি না জানি প্রেম, না জানি নিবেদন,
কি
আর বলব, ইদানীং ঈশ্বরও বুঝি গঞ্জের মহাজন!
-সিপাহী
রেজা
২৯ আগষ্ট ১২; পলাশী, ঢাকা।কীর্তন
গ্যালাক্সি থেকে বেরিয়ে,
দুলে দুলে মৌজের রাত; ফুল অফ
সেলিব্রেশন !!
পকেটে মশাই আইডি কার্ড, মেয়াদ শেষ!
বাসি পঁচা নোট ...
মোড়ে পুলিশ, ভুল পড়ে ইংলিশ।
টাকা চায় দেখি দূরে আন্ধার, টিপটিপ সিগন্যাল জ্বলে !!!
মাঝে খুব নিরিবিলি, ভুতে আবার ডরাই
কম,
ক্ষুরে কেন বিশ্বাস
রাখি ?
পাশাপাশি কেউ এলে সাহস, বাড়ে আকাশে ফালি
ফালি মেঘ।
কেন জানি মনে হয়
বাসগুলা কাঁদে, রিক্সারা নাকি
চিপায় দাঁড়ায়া
পেচ্ছাব সারে;
ভদ্রের কুলাঙ্গার
মহামতি সরকার, বেগুনের চাষ রাতারাতি
বাড়ে !
চিকাদের
রাত
ফুটপাথ, নিরিবিলি ঘুমায় বান্দির ছেলে।
ভুল করে গিলে ফেলে
ভদকার পেগ, অনর্থক চাঁদ উঠে পলাশীর মোড়ে !!
হুঁকা হুয়া শেয়ালের ডাক,
বস্তুত কিছু ভিলেনি হাসি, লেনদেন কিছু
অর্থ কামাই
নায়িকা ভিজে যায় এফডিসির ঘরে।
পিরিতি পিরিতি
এক ধইঞ্চার জ্বালা, ব্লাউজের ভেতরে মাল, সেফটিতে রাখা
হুক খুলে,
গলি মুখে,
গাঞ্জা
বিলায় এলাকায় এক মাদারতেরেছা !
নিকোটিন
ফুসফুস
লিভারের
ব্যমো, মহিষে মহিষে রাত
কতটুকু হোল ?
তুরুপে তুরুপ,
রেখে ঢেকে খায় মন্ত্রী; রিপোর্টে জোকার,
নদী খায় চর,
গুজবে গুজব ইন্ডিয়ার ভাতার !
মনের মধ্যে রাত,
বহুজাতীয় সাপ,
কর্পোরেট, কর্পোরে! সাহিত্য নাকি
শিল্প শিল্প খেলা, মগজের সেলেবাস;
নাহ আপনি বড্ড কনশাস !!
ইউ নো, আই মিন ‘হোয়াই সো সিরিয়াস !!!
- সিপাহী রেজা
১১ সেপ্টেম্বর ২০১২, পলাশীর মোড়
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ
(
Atom
)
About Me
Popular Posts
-
গ্যালাক্স...
-
----------------------------------------------------------------------------------------------- চিৎকার করে কবে যেন বলেছিল ওরা -শান্...
-
একটা মাংসাশী শরীর ; তার সমস্ত অলিগলি ঘুরে কতটুকু আর ভিতরে যাওয়া যায় , কতটুকুইবা চেনা যায় , বুঝা যায়। ‘আমি’ তখনি তৃপ্ত হবে যখন -...
-
একটা অসহ্য দিন , আরও আছে চ্যাটের বালের অস্থিরতা! কোথাও কিচ্ছু নেই! যারা আসে , বুঝায় নানাবিধ ধুনফুন – তাদের স্রেফ ভরে দিতে...
-
একটা লাল চোখ নিয়ে তোর দিকে তাকিয়ে আছি তুই ভয় পাস না ? আমি পুরুষ ! তোকে কিন্তু কখনোই বলবো না একটু সরে বস, বরং হুট ক...